ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বার কাউন্সিল নির্বাচনের ফল নিয়ে আইনি নোটিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
বার কাউন্সিল নির্বাচনের ফল নিয়ে আইনি নোটিশ

ঢাকা: বার কাউন্সিল নির্বাচনের ব্যালট গণনা না করে ফল ঘোষণার বিষয়ে করা আপিলের নিষ্পত্তি করতে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবী।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বার কাউন্সিলের সচিব বরাবর এ নোটিশ পাঠান বলে সাংবাদিকদের জানিয়েছেন তাদের আইনজীবী ব্যারিস্টার সাকিব মাহবুব।



তিনি বলেন, ৭২ ঘণ্টার মধ্যে আপিল নিষ্পত্তি না করলে হাইকোর্টে রিট আবেদন করা হবে।

পাঁচ আইনজীবী হলেন- মো. নাজমুল হুদা, একেএম এহসানুর রহমান, এইচএম সানজিদ সিদ্দিকী, নাঈমা জামান ও এসএম জুলফিকার আলী।

২৬ আগস্ট অনুষ্ঠিত বার কাউন্সিল নির্বাচনে ১৪টি পদের বিপরীতে ১১টিতে জয়ী হয় সরকার সমর্থক আইনজীবীরা। এরপর ৩ সেপ্টেম্বর গেজেট জারি হয়। নিয়ম অনুসারে প্রথম বৈঠকে (২২ সেপ্টেম্বর) ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার।

এরপর এই পাঁচ আইনজীবী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের ফল বাতিলের আবেদন করেন।

আবেদনকারীদের দাবি, বার কাউন্সিলের আইন অনুসারে সব ব্যালট চেয়ারম্যান গণনা করবেন। কিন্তু চেয়ারম্যান ব্যালট গণনা না করে শুধু বিভিন্ন বার থেকে আসা ভোট একত্র করে বিজয়ীদের নাম ঘোষণা করেন।  

নোটিশে বলা হয়, সাধারণ ভোটারদের করা ওই আপিল আগামী ২০ ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তির দাবি জানানো হয়েছে। এই সময়ের মধ্যে আপিল নিষ্পত্তি না করলে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
ইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।