রাজশাহী: রাজশাহী মহানগরীর বিলসিমলা বন্ধগেট এলাকায় রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় এ ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।
এ ঘটনায় রামেকের দুই শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বন্ধগেট এলাকায় মিন্টু নামে এক কনফেকশনারি দোকানির সঙ্গে রাব্বি নামে এক রামেক শিক্ষার্থীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। সন্ধ্যায় রামেক শিক্ষার্থীরা এক হয়ে বন্ধগেট এলাকায় গেলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। সংঘর্ষের সময় ইটের আঘাতে রামেকের দুই শিক্ষার্থী আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিত শান্ত আছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
এসএস/আরএম