ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বান্দরবানে ইয়াবাসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
বান্দরবানে ইয়াবাসহ আটক ১ ছবি : প্রতীকী

বান্দরবান: বান্দরবানে অভিযান চালিয়ে মধুচন্দ্র ত্রিপুরা (৪৬) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। তিনি শহরের কালাঘাটা ত্রিপুরা পাড়ার বাসিন্দা।



শনিবার (১৯ ডিসেম্বর) রাতে শহরের কালাঘাটা ব্রিজ থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮শ‘ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের নতুন ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মধুচন্দ্রকে ৮শ‘ পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য ব্যবসার সাথে জড়িত বলে তথ্য রয়েছে।

বান্দরবান ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মনজুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, শহরে মাদকদ্রব্য চোরাচালান রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ০১২৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।