ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দৌলতখানে বাস খাদে পড়ে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
দৌলতখানে বাস খাদে পড়ে আহত ১০

ভোলা: ভোলার দৌলতখান উপজেলার উতরদ্দি এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন।

রোববার (২০ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ভোলা-চরফ্যাশন সড়কে এ দুর্ঘটনা ঘটে।



আহতদের মধ্যে নয়জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- নজরুল (৩৫), নুর হোসেন (৫৫),মীর নজরুল (৪০),তহিনুর (৩৫),আব্বাস (৩৫),জুলফিকার (৩৪),হাফিজ (২৫),নিরব (৩৬) ও নোমাম (৬০)।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন বাংলানিউজকে বলেন, সকালে চরফ্যাশন থেকে যাত্রীবাহী একটি বাস ভোলার দিকে আসছিলো। পথে ভোলা-চরফ্যাশন সড়কের কাছে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ১০ জন যাত্রী আহত হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করেছে। তবে এ ঘটনায় কেউ নিহত হয়নি।

বাংলাদেশ সময়:১৫১০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।