ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এনআইডি সেবা: দুর্ব্যবহারে ক্ষুব্ধ খোদ ইসি কর্মকর্তারাও

ইকরাম-উদ দৌলা, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
এনআইডি সেবা: দুর্ব্যবহারে ক্ষুব্ধ খোদ ইসি কর্মকর্তারাও

ঢাকা: নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত প্রকল্পের কর্মকর্তা-কর্মচারিদের বিরুদ্ধে লাঞ্ছনা আর দুর্বব্যবহারের অভিযোগ তুলেছেন খোদ সংস্থাটির কর্মকর্তারাই।
 
সম্প্রতি একজন অফিস সহকারীকে এনআইডি শাখার কতিপয় কর্মকর্তার বিরুদ্ধে লাঞ্ছিত করায় এ অভিযোগ তুলেছেন ক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা।



এ নিয়ে বেশ উত্তেজনাও বিরাজ করছে নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের নেতাদের মধ্যে।
 
সংগঠনটির নেতারা ইতিমধ্যে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হুঁশিয়ারিও দিয়েছেন।
 
সূত্রগুলো জানিয়েছে, ইসি সচিব সিরাজুল ইসলামকে লিখিতভাবে হুঁশিয়ারিসহ অভিযোগ দাখিল করেছেন সংগঠনটির নেতারা। যার কপি বাংলানিউজের হাতেও এসে পৌঁছেছে।
 
এতে বলা হয়েছে- এনআইডি শাখার আইডেন্টিফিকেশন সিস্টেম ফর অ্যানহেন্সিং অ্যাকসেস টু সার্ভিস (আইডিইএ) প্রকল্পে মাঠ পর্যায় থেকে প্রতিদিন এনআইডি সংক্রান্ত বিভিন্ন কাজে কর্মকর্তা-কর্মচারীদের আসতে হয়। কিন্তু আইডিইএ প্রকল্পের কতিপয় টেকনিক্যাল এক্সপার্ট/সাপোর্ট কর্তৃক প্রতিনিয়ত ইসির কর্মকর্তা-কর্মচারীরাই অসৌজন্যমূলক আচরণ, কর্মে অসহযোগীতা ও দু্র্ব্যবহারসহ লাঞ্ছনার শিকার হচ্ছেন।
 
১৭ ডিসেম্বর ডেমরা থানা নির্বাচন অফিসের অফিস সহকারী মোহাম্মদ ওসমান গণিকে আইডিইএ প্রকল্পের টেকনিক্যাল এক্সপার্ট মুন্সী সানজিদ বিন একলিম, এসএম রকিবুজ্জামান নিয়ন ও আব্দুল্লাহ আল মারুফসহ ১০ থেকে ১২ জন কর্মকর্তা আইডিইএ প্রকল্পে ডেকে নিয়ে লাঞ্ছিত করেছেন। আর এই ঘটনাটি এনআইডি শাখার পরিচালক সৈয়দ মুসা নিস্পত্তি করার চেষ্টা করলেও পারেননি। দ্রুত বিষয়টি নিস্পত্তি করা না হলে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
 
লিখিত এ অভিযোগটি সচিবকে পাঠিয়েছেন সংগঠনটির মহা-সচিব রেজাউল মোস্তফা।
 
এর আগেও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের লাঞ্ছিত করার অভিযোগ উঠেছিলো এনআইডি শাখার প্রকল্প কর্মকর্তাদের বিরুদ্ধে।

এছাড়া সম্প্রতিককালে একটি বেসরকারি টিভি চ্যানেলের দুই সাংবাদিককে মারধর করেছিলো এনআইডি শাখার কর্মকর্তা-কর্মচারীরা। সাংবাদিক লাঞ্ছিত করার ঘটনায় এখনো কোনো ব্যবস্থা নেয়নি ইসি। একটি তদন্ত কমিটি গঠন করা হলেও তার প্রতিবেদন নিয়ে কোনো সাড়া শব্দ নেই কর্তৃপক্ষের।
 
২০০৮ সাল থেকে ইসির এনআইডি শাখা দেশবাসীকে জাতীয় পরিচয়পত্র সরবরাহ করছে। যাতে ভুলের কোনো শেষ নেই। এজন্য সারাদেশ থেকে প্রতিদিন হাজার সংশোধনের আবেদন পড়ে এ শাখায়। এ নিয়ে জনসাধারণ সেবা নিতে এসে প্রতিনিয়ত দুর্ব্যবহারের শিকার হচ্ছেন। অনেককে লাঞ্ছিতও হতে হচ্ছে।
 
দেশে নয় কোটি ২০ লাখের মতো নাগরিককে জাতীয় পরিচয়পত্র সরবরাহ করেছে ইসি। আরো ৭০ লাখ নাগরিকদের এনআইডি কার্ড সরবরাহের প্রক্রিয়া চলছে।
 
বাংলাদেশ সময়: ০৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
ইইউডি/এসএইচ

** ইসিতে সাংবাদিক লাঞ্ছিত, ক্যামেরা ভাঙচুর
** সাংবাদিকের নির্যাতনের বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছেনা ইসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।