ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে গণপিটুনিতে ডাকাত সর্দার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
মেহেরপুরে গণপিটুনিতে ডাকাত সর্দার নিহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের চালতাতলা এলাকায় গণপিটুনিতে ইজারুল ইসলাম (৪১) নামে এক ডাকাত সর্দার নিহত হয়েছেন।

রোববার (২০ ডিসেম্বর) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

ইজারুলের বাড়ি একই উপজেলার ভবনন্দপুর গ্রামে।

এদিকে, ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে চালতাতলা এলাকার সৌদি প্রবাসী মিন্টু শেখের ছেলে হারেজ (১৪) ও প্রতিবেশী রশিদ (৪২) আহত হন।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি শাটারগান ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করেছে।
  
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব বাংলানিউজকে জানান, রাত দেড়টার দিকে চালতাতলা এলাকার সৌদি প্রবাসী মিন্টু শেখের বাড়িতে ১৪/১৫ জনের একদল ডাকাত হানান দেয়। এসময় তারা বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নেয়। ডাকাতি শেষে পালানোর সময় মিন্টু শেখের স্ত্রী ডাকাত দলের সর্দার ইজারুলকে আটক করে চিৎকার করলে গ্রামবাসী ছুটে আসে। এসময় একটি বোমা বিস্ফোরণ করে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। পরে গ্রামবাসীর গণপিটুনিতে ইজারুল গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ডাকাতকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক রাজু আহম্মেদ তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, ইজারুলের বিরুদ্ধে মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর থানায় হত্যা, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজীর অন্তত ১৫টি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।