ঢাকা: তিন দিনের সফরে বাহরাইন গেলেন পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন আহমেদ আল খলিফার আমন্ত্রণে সোমবার (২১ ডিসেম্বর) বাহরাইনের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সফরে বাহরাইনের বিভিন্ন নেতাদের সঙ্গে মাহমুদ আলীর দ্বিপক্ষীয় আলোচনা হবে। এছাড়া তিনি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতামূলক বেশ কয়েকটি বিষয়ে চুক্তি স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও সাক্ষাৎ করবেন। আগামী ২৪ ডিসেম্বর তার ঢাকার ফেরার কথা রয়েছে।
জানা যায়, মন্ত্রীর এ সফরে বাহরাইনের সঙ্গে বাংলাদেশের নিয়মিত আলোচনার ফোরাম ফরেন অফিস কনসালটেশন (এফওসি) সংক্রান্ত একটি চুক্তি বা সমঝোতা সই হতে পারে।
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
জেপি/আইএ