ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দক্ষিণখান থেকে নারীর মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
দক্ষিণখান থেকে নারীর মরদেহ উদ্ধার ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর দক্ষিণখান থানার ফায়েদাবাদ গণকবর রোড এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিষয়টি বাংলানিউজকে জানান দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ লুৎফর রহমান।



ওসি জানান, সোমবার (২১ ডিসেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে খবর পেয়ে গণকবর রোড এলাকার বায়তুল্লাহ জামে মসজিদের পিছন থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, উদ্ধারের মরদেহটি একটি খেজুর গাছের সঙ্গে বাঁধা ছিলো। একইসঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো ছিলো। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এজেডএস/আরএইচএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।