ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অাখাউড়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
অাখাউড়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার অাখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে রোজিনা বেগম (৩২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।



নিহত রোজিনা ওই গ্রামের রকিব মিয়ার স্ত্রী। তিনি জেলার বিজয়নগর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের কালাছড়া গ্রামের আনু মিয়ার মেয়ে।

রোজিনার ভাগ্নি জনি বেগম জানান, সকালে তুচ্ছ বিষয় নিয়ে রোজিনার সঙ্গে তার ভাসুরের শ্যালক একই গ্রামের গেদু মেম্বারের ছেলে কামালের (৪২) বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে কামাল বটি দিয়ে তাকে কুপিয়ে জখম করেন। এ অবস্থায় রোজিনাকে উদ্ধার করে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে রোজিনাকে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসন তরফদার জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

তিনি আরো জানান, ঘটনার পর স্থানীয়রা ঘাতক কামালকে আটকে রেখে থানায় খবর দেন। পরে পুলিশ সেখানে গিয়ে রক্তমাখা বটিসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।