ভোলা: মেঘনার ভাঙন থেকে প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ ভোলাকে বাঁচাতে বিক্ষোভ মিছিল, গণসমাবেশ ও সড়ক অবরোধ করেছেন ভাঙন কবলিত এলাকার মানুষ।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ইলিশার জংশন বাজারে সড়ক অবরোধ করে এ আন্দোলন কর্মসূচি পালন করেন তারা।
সকালে ভাঙন কবলিত মানুষ একত্রিত হয়ে জংশন বাজারে অবস্থান করেন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল করে একই স্থানে গণসমাবেশ করেন। এ সময় ইলিশ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন, ইউপি সদস্য মো. সিরাজ উদ্দিন, জিলন খান, নিরব বোলাই, কাঞ্চন বোলাই, নুরুল ইসলাম, সাদ্দাম হোসেন ও সুমনসহ অন্যরা বক্তব্য রাখেন।
বক্তারা আগামী ৫ জানুয়ারির মধ্যে ভাঙন রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার কথা বলেন। এর মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে ভোলা-লক্ষ্মীপুর মহাসড়ক অবরোধসহ বিভিন্ন আন্দোলনের হুশিয়ারী দেন তারা।
মেঘনার ভাঙনে ভোলা সদরের ইলিশা ও রাজাপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন থেকে রক্ষায় সর্বস্তরের মানুষ দুই মাস ধরে গণঅনশন, বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনসহ বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করে আসছেন।
বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
আরএ