ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

গুলশান থেকে ২০ ভবঘুরে-ভিক্ষুক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
গুলশান থেকে ২০ ভবঘুরে-ভিক্ষুক আটক ছবি: পিয়াস/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর গুলশান থেকে ২০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) বেলা ১২টা থেকে সোয়া ১টা পর্যন্ত চালানো অভিযানে গুলশান-২ ও গুলশান-১ এর মধ্যবর্তী অঞ্চল থেকে তাদের আটক করা হয়।



অভিযানে নেতৃত্ব দেন ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান।

তিনি বলেন, ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি (পুনর্বাসন) আইন-২০১১, ১০ (২) বিধি অনুযায়ী তাদের আটক করে সমাজ সেবা অধিদফতরের হেফাজতে পাঠানো হয়েছে। এছাড়া ওই অঞ্চলে ভবঘুরে ও ভিক্ষুককের কার্যক্রম আগে থেকেই নিষিদ্ধ।

তিনি আরও বলেন, আগামী সাত দিনের মধ্যে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত করে প্রতিবেদন তৈরি করবেন। এরপর প্রকৃত নিরাশ্রয় ব্যক্তিদের পুনবার্সন ও বাকি প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এনএইচএফ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।