সাভার (ঢাকা): সাভারে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম পরিস্থিতি নিরসন বিষয়ক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে সাভার প্রেস ক্লাবের অডিটরিয়ামে এ মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শিশু সুরক্ষা মনিটরিং কমিটি ও ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) যৌথভাবে “সাভার উপজেলায় ঝুঁকিপূর্ণ শিশুশ্রম পরিস্থিতি নিরসনে জাতীয় কর্ম পরিকল্পনা ২০১২-২০১৬ বাস্তবায়নে ভার্কের শিশু সুরক্ষা প্রকল্পের ভূমিকা” এ আলোচনা সভার আয়োজন করে।
সভায় বক্তরা বলেন, সারাদেশে প্রায় ১৩ লাখ শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়জিত, এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে। শিল্পাঞ্চল হওয়ায় এসব শিশু শ্রমিকদের একটি বড় অংশ সাভার উপজেলায় অবস্থান করে। শিশু অধিকার বাস্তবায়নে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থাকেও এগিয়ে আসতে হবে। প্রয়োজনে দরিদ্র শিশুর পরিবারকে আর্থিক ঋণ সহায়তা দিয়ে শিশুদের শ্রম থেকে দূরে রাখা এবং তাদের শিক্ষা নিশ্চিত করতে হবে।
এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের নির্বাহী পরিচালক শেখ আবদুল হালিম।
বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এটি