ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রতিবন্ধীদের সহযোগিতা ও সহমর্মিতা প্রকাশের আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
প্রতিবন্ধীদের সহযোগিতা ও সহমর্মিতা প্রকাশের আহ্বান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রতিবন্ধীদের প্রতি সবাইকে সহযোগিতা ও সহমর্মিতা প্রকাশের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, প্রতিবন্ধীরা আমাদের সমাজের অংশ।

তাদের প্রতি আমাদের প্রত্যেকের দায়বদ্ধতা রয়েছে। সেই দ্বায়িত্ব পালনে সংসদ সদস্যসহ সবাইকে আরও সচেষ্ট হতে হবে।
 
মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির উদ্যোগে ‘স্নায়ু বিকাশজনিত সমস্যা বিষয়ক’ কর্মশালায় সভাপতির বক্তৃতাকালে একথা বলেন তিনি।

দিনব্যাপী এই কর্মশালায় মূল প্রবন্ধ পাঠ করেন জাতীয় অটিজম ও স্নায়ু বিকাশজনিত সমস্যা বিষয়ক উপদেষ্টা কমিটির চেয়ারপারসন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ পরামর্শক প্যানেলের সদস্য সায়মা ওয়াজেদ হোসেন।
 
স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রতিবন্ধীদের প্রতি সহযোগিতা প্রকাশ ও সহমর্মিতা আমাদের সবার দায়িত্ব। এ বিষয়ে সচেতনতা সৃষ্টিতে এই কর্মশালা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মশালার মাধ্যমে সংসদ সদস্যরা বিষয়টি আরও গভীরভাবে জানার সুযোগ পাবেন। বাংলাদেশে এই বিষয়ে পর্যাপ্ত আইন রয়েছে, এসব আইনে আরও কার্যকর পরিবর্তন রয়েছে কিনা সে বিষয়েও ধারণা বের হয়ে আসবে কর্মশালা থেকে। জনপ্রতিনিধিরা জনগণের খুব কাছাকাছি অবস্থান করেন। তাই এই কর্মশালা থেকে লব্ধ জ্ঞান তারা ভবিষ্যতে জনগণের কাছে সহজেই পৌঁছে দিতে পারবেন।
 
তিনি আরও বলেন, ইতিমধ্যে এদেশে প্রতিবন্ধিতা বিষয়ে ব্যাপক জনসচেনতা সৃষ্টি হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রতিবন্ধীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।
 
মূল প্রবন্ধে সায়মা ওয়াজেদ হোসেন বলেন, নিউরো ডেভেলপমেন্ট ডিজঅর্ডার হচ্ছে একটি নতুন নামকরণ যার একটি রুপ হচ্ছে অটিজম। মস্তিষ্কের স্বাভাবিক বৃদ্ধিতে কোনো সমস্যা হলে প্রতিবন্ধিতা সৃষ্টি হয়। এটি কোনো রোগ নয়। তবে এতে সাধারণ জীবন-যাপন যেমন স্বাভাবিক হাঁটাচলা, কথাবার্তা, আচরণ, বুদ্ধিমত্তা প্রভৃতিতে সমস্যার সৃষ্টি হয়।
 
প্রতিবন্ধী শিশুদের সামাজিকভাবে প্রতিষ্ঠিত করে মানবসম্পদে পরিণত করতে সংসদ সদস্যসহ সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল।

অনুষ্ঠানে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া সমাপনী বক্তব্য রাখেন। এছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. মোজাম্মেল হোসেন বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক ও সূচনা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. প্রাণ গোপাল দত্ত, নিউরো ডেভেলপমেন্ট ডিজঅ্যাবিলিটি প্রোটেকশন ট্রাস্ট অব বাংলাদেশের চেয়ারম্যান ডা. মো. গোলাম রাব্বানী আলোচনায় অংশ নেন।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল স্বাগত বক্তব্য রাখেন। কর্মশালায় শতাধিক সংসদ সদস্য অংশ নেন।
 
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এসএম/এমজেএফ

** অটিজম কোনো রোগ নয়
** পুতুলে মুগ্ধ রওশন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।