ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

রায়পুরে বাল্যবিয়ে বন্ধ করলো প্রশাসন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫১, ডিসেম্বর ২২, ২০১৫
রায়পুরে বাল্যবিয়ে বন্ধ করলো প্রশাসন

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে সপ্তম শ্রেণির ছাত্রী পান্না আক্তারের (১৪) বাল্যবিয়ের আয়োজন বন্ধ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামিম হোসেন উপজেলার উদমারা গ্রামের ব্যাপারী বাড়িতে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করেন।



পান্না আক্তার উদমারা সর্দার বাড়ি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী এবং উদমারা গ্রামের প্রবাসী আমির হোসেনের মেয়ে। একই গ্রামের মো. মুসলিমের ছেলে ফিরোজের (৩০) সঙ্গে পান্নার বিয়ের আয়োজন চলছিল।

রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামিম হোসেন বলেন, খবর পেয়ে বাল্যবিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়েছে। ফের বাল্যবিয়ের আয়োজন করলে কিংবা গোপনে বাল্যবিয়ে দিলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।