ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

করিম হত্যা মামলায় ১৮ জনের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
করিম হত্যা মামলায় ১৮ জনের যাবজ্জীবন ছবি: প্রতীকী

রাজশাহী: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে চাঞ্চল্যকর আব্দুল করিম হত্যা মামলায় ১৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।



মঙ্গলবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক গোলাম আহম্মেদ খলিলুর রহমান এ আদেশ দেন।

মামলায় চার্জশিটভুক্ত ৩৮ জন আসামির মধ্য ২০জনকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় সব আসামি আদালতে  উপস্থিত ছিলেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১০ সালের ২৯ আগস্ট চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি গ্রামের নাইমুল ইসলামের দখলে থাকা জমি প্রতিপক্ষের লোকজন জোরপূর্বক দখলের চেষ্টা করে।

এ সময় ওই জমির জোগানদার আব্দুল করিম তাদের বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে আসামি বাইরুল ও মনিরুল লোহার রড় দিয়ে করিমকে মারধর করেন।

প্রায় চার ঘণ্টা পর প্রতিবেশীদের সহযোগিতায় আব্দুল করিমকে উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা।

পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল করিম মারা যান। ওই ঘটনায় জমির মালিক নাইমুল হক বাদী হয়ে ৩০ জনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা করেন।

দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা ৩৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। এরমধ্যে আসামি নাজমুল মারা গেছেন।

পরবর্তীতে ২০১৫ সালের ৭ জুলাই মামলাটি রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। ট্রাইব্যুনালে ২৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক ২০ জনকে বেকসুর খালাস ও ১৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন।

মামলায় রাষ্ট্রপক্ষে চিলেন রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এসএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।