মাগুরা: বাংলাদেশ প্রান্তিক জেলেদের অধিকার ও স্বাধীনতা তরান্বিতকরণ প্রকল্পের আওতায় মাগুরায় যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার(২২ ডিসেম্বর) একটি বর্ণাঢ্য র্যালি মাগুরা পুলিশ লাইনের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইটখোলা রোভা ফাউন্ডেশন প্রশিক্ষণ কেন্দ্রে শেষ হয়।
রোভা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাজী কামরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন জেলা জেলে অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক আব্দুর রউফ মাখন ও পদক্ষেপ মানবিক উন্নয়ন সংস্থার ডেপুটি ডিরেক্টর সৈয়দ হাবিবুর রহমান।
সভায় বক্তব্য রাখেন- রোভা ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা শরিফূল ইসলাম, উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক প্রভাষক আফজাল হোসেন, প্রভাষক নাছিমা শিলা, রনজিত বিশ্বাস, উৎপল বিশ্বাস প্রমুখ।
সভায় বক্তারা যুব সমাজকে এগিয়ে নিতে বিভিন্ন সামাজিক সুরক্ষা ও কর্মসূচির বিষয়ে আলোচনা করেন। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংস্থা রোভা ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে শিক্ষক, ছাত্র-ছাত্রী, সমাজসেবক সুধীজনসহ জেলে পরিবারের ১৫০ কিশোর কিশোরী অংশ নেয়।
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
পিসি