ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আক্কেলপুরে ট্রাকের ধাক্কায় জেলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
আক্কেলপুরে ট্রাকের ধাক্কায় জেলের মৃত্যু

জয়পুরহাট: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় অনিল চন্দ্র মণ্ডল (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে।
 
বুধবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার জামালগঞ্জ চারমাথা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


 
নিহত অনিল চন্দ্র জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের পশ্চিম দূর্গাপুর জয় সিংগা গ্রামের বসন্ত চন্দ্র মণ্ডলের ছেলে।
 
নিহতের ভাতিজা রঞ্জন কুমার মণ্ডল বাংলানিউজকে জানান, প্রতিদিনের মতো তার চাচা সারা দিন মাছ শিকার শেষে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে জামালগঞ্জ চারমাথা মোড় এলাকায় একটি আলু বোঝাই ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও অপর যাত্রী অক্ষত থাকলেও অনিল চন্দ্র গুরুতর আহত হন।  
 
স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে সন্ধ্যা ৭টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম মাহফুজ চৌধুরী দুর্ঘটনার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
 
বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫        
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।