ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শিবালয়ে মোটরসাইকেল চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৬
শিবালয়ে মোটরসাইকেল চালক নিহত

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে কাজল হোসেন (২২) নামে এক যুবক মারা গেছেন।

মঙ্গলবার (০৫ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার বোয়ালী এলাকায় এ ঘটনা ঘটে।



কাজল ওই এলাকার সাঈদ মল্লিকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাজল সব সময় দ্রুত গতিতে মোটরসাইকেল চালাতো। সকালে উপজেলার বোয়ালী এলাকায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বাংলানিউজকে জানান, নিহতের মরদেহ তার পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।