ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় চালক নিহত, আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৬
হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় চালক নিহত, আহত ৫

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় সিএনজি চালিত দু’টি অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে আক্তার হোসেন (৩০) নামে এক চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন পাঁচ যাত্রী।



মঙ্গলবার (০৫ জানুয়ারি) সকাল ১০টায় হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের রান্ধুনীমুড়া আলী-আকবর একাডেমির পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আক্তার হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় গ্রামের সিরাজ খান বাড়ির আবুল কালামের বড় ছেলে।

আহতদের মধ্যে শিউলী বেগমের (৪০) নাম জানা গেলেও অন্যদের নাম জানা যায়নি। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী সিএনজি অটোরিকশা চালক সুজন বাংলানিউজকে জানান, হাজীগঞ্জগামী একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা রামগঞ্জগামী অপর একটি অটোরিকশার সংর্ঘষ হয়। এ সময় ঘটনাস্থলে আক্তার হোসেন নিহত হন।

হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদ হোসেন বাংলানিউজকে জানান, দুর্ঘটনাকবলিত অটোরিকশা দু’টি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।