ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে সৌরভ-মিন্টু হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
কালীগঞ্জে সৌরভ-মিন্টু হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে শিশু সৌরভ ও বিএনপি নেতা মিন্টু হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) ভোরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।



গ্রেফতারকৃতরা হলেন- কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম গ্রামের শুকুর বিশ্বাসের ছেলে বিশুদেব বিশ্বাস (২৬), একই গ্রামের বিশ্বজিৎ বিশ্বাসের ছেলে বিষ্ণপদ বিশ্বাস (২১) ও যশোর কোতোয়ালি থানার আন্দপোতা গ্রামের সিফাতুল্লাহ বিশ্বাসের ছেলে আকবর আলী বিশ্বাস (৩২)।

পুলিশ জানায়, ২৭ ডিসেম্বর নিখোঁজের পর ২৮ ডিসেম্বর রায়গ্রাম গ্রামের নির্মাণধীন একটি ভবনের ছাদ থেকে শিশু সৌরভের মরদেহ উদ্ধার করা হয়।

অপরদিকে ২৯ ডিসেম্বর সুবর্ণাসরা গ্রামের মাঠে দিনে-দুপুরে পাঁচ/ছয় জন দুর্বৃত্ত বিএনপি নেতা মিন্টু বিশ্বাসকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে।

এ দু’জনকে হত্যার ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।  

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন আটকের বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।