ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাবনায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
পাবনায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ছবি: প্রতীকী

পাবনা: যুবদল নেতা আতিকুল হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রাজা ওরফে হাবিবুল্লাহকে (৪৩) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেলে পাবনা শহরতলীর বাংলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।



রাজা পাবনা শহরের পাথরতলা মহল্লার আব্দুর রশিদের ছেলে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে শহরতলীর বাংলাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

২০০১ সালে পাবনা শহরের যুবদল নেতা আতিকুল হত্যা মামলার প্রধান আসামি ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রাজা এতদিন পলাতক ছিলেন। তার বিরুদ্ধে ঢাকার কাফরুল থানায় এক সচিবের ছেলেকে হত্যাসহ ৭/৮টি হত্যা মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
এএটি/পিসি


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।