ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

শাহবাগে দু’টি আন্ডারপাস নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
শাহবাগে দু’টি আন্ডারপাস নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা: রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় শাহবাগে পথচারীদের রাস্তা পারাপারের দুর্ভোগ লাঘবে সেখানে অবিলম্বে দু’টি আন্ডারপাস (পাতালপথ) নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (ফেব্রুয়ারি ০২) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক ( জাতীয় অর্থনৈতিক পরিষদ) বৈঠকে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।



প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে অংশ নেন মন্ত্রিপরিষদের সদস্য ও শীর্ষ সরকারি কর্মকর্তারা। সড়ক পারাপারে ঝুঁকি এড়াতেই শাহবাগে দুটি আন্ডারপাস নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, শাহবাগে দু’টি আন্ডারপাস নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এর একটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে বারডেমের দিকে এবং অপরটি বিএসএমএমইউ থেকে জাতীয় জাদুঘরের দিকে নির্মিত হবে।

এদিকে মঙ্গলবারের একনেক সভায় তিতাস গ্যাসফিল্ডের নিয়ন্ত্রণ, মূল্যায়ন ও উন্নয়নসহ মোট ৯টি প্রকল্প চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলোর মোট ব্যয় ধরা হয়েছে চার হাজার ৮শ’ ৫৮ কোটি টাকা। এর মধ্যে প্রকল্প সাহায্য দুই হাজার ২০৭ কোটি ৪৫ লাখ ও বাকি টাকা সরকারি খাত থেকে দেওয়া হবে।

তিতাস গ্যাসফিল্ড প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৯০৯ কোটি ৩০ লাখ টাকা। এর মধ্যে ৬শ’ ৮৫ কোটি ৬০ লাখ টাকা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, যেখানে গ্যাসের সম্ভাবনা আছে সেখানেই প্রয়োজনে খনন করতে হবে। ভোলায় ফের গ্যাসের সন্ধান মিলেছে এখানেও খনন করতে হবে। এর মাধ্যমে দেশে গ্যাসের চাহিদা পূরণ  করা হবে। ’

এছাড়া বৈঠকে অনুমোদিত হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পও। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ২৪৯ কোটি ৯৯ লাখ টাকা।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের অহংকার। ঢাকায় জাতীয় কবি নজরুল ইনস্টিটিউট আছে এটাকে আরও ভালোভাবে ‘রান’ করাতে হবে। প্রয়োজনে নতুন প্রকল্পের আওতায় এনে এই প্রতিষ্ঠানকে ভালোভাবে উপস্থাপন করতে হবে। নজরুলের নানা সংগ্রহ আর্কাইভে সংগ্রহ করতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫
এমআইএস/আরআই

** তিতাস গ্যাসফিল্ডের উন্নয়নসহ ৯ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।