ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

কর্মক্ষেত্রে প্রতিবন্ধীদের অর্ন্তভুক্তির দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
কর্মক্ষেত্রে প্রতিবন্ধীদের অর্ন্তভুক্তির দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ব্যবসা এবং কর্মক্ষেত্রে প্রতিবন্ধীদের অর্ন্তভুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিজাবিলিটি নেটওয়ার্ক। প্রতিবন্ধীদের সম্পৃক্ত করার মধ্য দিয়ে অর্থনৈতিক উন্নয়ন অগ্রসর হবে বলেও জানানো হয়।



মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে একটি হোটেলে এক কর্মশালায় এ কথা বলেন বক্তারা।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থ্যান প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেন, সরকার শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের একই ধারায় নিয়ে উন্নয়নের জন্য কাজ করছে। প্রতিবন্ধীদের কর্মসংস্থান নিশ্চিত করা গেলে মূল ধারার সঙ্গে সম্পৃক্ত করা কঠিন হবে না। ইতিমধ্যে অনেকেই স্বাভাবিক জীবন যাপন করছেন।

প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে আইন ও বীধি প্রণয়নে সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের মন্ত্রণালয় প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরির বয়স বৃদ্ধি এবং দক্ষতা অর্জনের জন্য কাজ করছে। তবে বেসরকারি প্রতিষ্ঠানেও চাকরির জায়গা করে দিতে হবে।

বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি এবং এ কে খান অ্যান্ড কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন কাশেম খান বলেন, এই নেটওয়ার্কের মাধ্যমে আমরা কোম্পানিগুলোকে কিভাবে প্রতিবন্ধীদের জন্য বন্ধুসুলভ করা যায়, সে ব্যাপারে চেষ্টা অব্যাহত রাখবো।

কর্মশালায় বেরসরকারি সংস্থার কর্মকর্তা এবং ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় ১৫১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
এমএন/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।