ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জ থেকে অপহৃত দুই শিশু উদ্ধার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
রূপগঞ্জ থেকে অপহৃত দুই শিশু উদ্ধার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গঙ্গানগড় এলাকা থেকে অপহৃত দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে জেলার বন্দর উপজেলার ইস্পাহানি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।



উদ্ধারকৃত শিশুরা হলো, উপজেলা গঙ্গানগড় এলাকার হাবিবুর রহমানের ছেলে সোহান (৪) ও ওয়াসিম মিয়ার ছেলে সফিকুল ইসলাম (৯)।

এরআগে গত ২৯ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার গঙ্গানগড় এলাকা থেকে ওই দুই শিশুকে অপহরণ করা হয়। পরে তাদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।  

রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, গত ২৯ জানুয়ারি সন্ধ্যায় পিঠা খাওয়ানোর লোভ দেখিয়ে গঙ্গানগর এলাকার হাফসা আক্তার, তাসলিমা আক্তার, বাদল মিয়া, রাজু মিয়াসহ অপহরণকারীচক্র শিশু সোহান ও সফিকুল ইসলামকে অপহরণ করেন।

পরে ওই দুই শিশুর পরিবারের কাছে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন না। টাকা না পেলে শিশুদের হত্যার হুমকি দেওয়া হয়। পরে বিষয়টি পুলিশকে জানায় শিশুদের পরিবার।

৩১ জানুয়া‍রি বিকেলে পুলিশ গঙ্গানগড় এলাকা থেকে জড়িত সন্দেহে হাফসা আক্তার ও তাসলিমা আক্তার নামে দুই নারীকে আটক করা হয়। পরে তাদের কারোক্তি অনুযায়ী মঙ্গলবার দুপুরে জেলার বন্দর উপজেলার ইস্পাহানি থেকে ওই দুই শিশুকে উদ্ধার করা হয়।

অপহরণের সঙ্গে জড়িত বাকিদের আটকের চেষ্টা চলছে বলে জানান এসআই।

বাংলাদেশ সময়:  ১৫১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।