ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে সোয়েটার কারখানায় অগ্নিকাণ্ডে তদন্ত কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
গাজীপুরে সোয়েটার কারখানায় অগ্নিকাণ্ডে তদন্ত কমিটি গঠন ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

গাজীপুর: গাজীপুরের সাইনবোর্ড এলাকায় ম্যাট্রিক্স সোয়েটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ওই কারখানার আট তলায় ভয়াবহ আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় মঙ্গলবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) রাহেনুল ইসলামকে প্রধান করে ৫ সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম তদন্ত কমিটি গঠনের বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।
 
বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
এসজেএ/আরএস/আরএইচএস/আরএম

**  গাজীপুরে মেট্রিক্স সোয়েটার কারখানায় ফের আগুন
**  গাজীপুরে কারখানার আগুন জ্বলছে ৪ ঘণ্টা ধরে, নেভাতে ১৪ ইউনিট
**  গাজীপুরে সোয়েটার কারখানার আগুন নিয়ন্ত্রণে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।