ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

সাটুরিয়ায় স’মিলের আগুনে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
সাটুরিয়ায় স’মিলের আগুনে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি বাসস্ট্যান্ডের স্বরুপ স’মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

এরপর মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ও রাইজিং গ্রুপের ব্যক্তিগত একটি ইউনিটের কর্মীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলেন।

তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ সর্ম্পকে প্রাথমিকভাবে জানাতে পারেননি মানিকগঞ্জ ফায়ার স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা মিজানুর রহমান।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণের জন্যে স’মিলের আশপাশে কোনো জলাশয় না থাকায় ঢাকা-আরিচা মহাসড়কের অপরদিক থেকে পানি সরবারহ করায় প্রায় পৌনে এক ঘণ্টা মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ ছিলো। পরে হাইওয়ে পুলিশের সহায়তায় যানজট নিরসন করা হয়।

এ ব্যাপারে স’মিলের মালিক স্বপন কুমার দাসের সঙ্গে কথা হলে তিনি বলেন, এখনই ক্ষয়ক্ষতি সর্ম্পকে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।

তবে মানিকগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা মিজানুর রহমান বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ পাঁচ লাখ টাকা হবে।

এর পরও আগুন থেকে কমপক্ষে ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।