ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

টেকনাফে দু’পক্ষের সংঘর্ষে যুবক গুলিবিদ্ধ

স্টাফ করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
টেকনাফে দু’পক্ষের সংঘর্ষে যুবক গুলিবিদ্ধ

কক্সবাজার: টেকনাফের হোয়াইক্যাংয়ে জমি বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনায় এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।   এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬জন।



মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ইউনিয়নের পূর্ব মহেশখালীয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, পূর্ব মহেশখালীয়াপাড়া এলাকার বাসিন্দা সুলতান আহমদের মাদ্রাসা পড়ুয়া ছেলে আব্দুর রহমান সকালে বাহারুল উলুম মাদ্রাসায় যাওয়ার পথে পূর্ব শত্রু তার জের ধরে একই এলাকার শাহ আলম, জামাল, জয়নাল ও মুহাম্মদের নেতৃত্বে কিছু বখাটে গতিরোধ করে তাকে বাড়িতে এনে মারধর করতে থাকে।

খবর পেয়ে আব্দুর রহমানের স্বজনরা তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে শাহ আলমের লোকরা তাদের ওপর হামলা চালায়।   এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।   আহত মাদ্রাসা ছাত্র আব্দুর রহমান পালিয়ে আসতে সক্ষম হলেও সংঘর্ষের সময় আব্দুল খলিলের ছেলে জাগির হোসন (১৮) গুলিবিদ্ধ হয়।

এসময় আহত হন ওই এলাকার মৃত সুলেমানের মেয়ে রাশেদা বেগম (২২), রবি আলম (১৫), নুরুর ছেলে জামাল হোসন (২০), মীর আহমদের স্ত্রী চাম্পা আক্তার (৩০), কবির আহমদের ছেলে সরওয়ার কামাল (২৬)।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে আসে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক জাগির হোসেন এবং রাশেদা বেগমকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

হোয়াইক্যাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আরিফুর রহমান বাংলানিউজকে জানান, জমি বিরোধ সংক্রান্ত কারণে মূলত ঘটনাটি ঘটেছে। অভিযোগ সাপেক্ষে পুলিশ আইনী ব্যবস্থা নিবে।   এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত আছে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
টিটি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।