ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে প্রতীকী অনশন

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
আশুলিয়ায় শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে প্রতীকী অনশন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আশুলিয়া (ঢাকা): আশুলিয়ায় হ্যান ওয়েন গার্মেন্টস বিডি লিমিটেডে শ্রমিকদের চাকরিচ্যুত করার প্রতিবাদে ও চাকরি পুনর্বহালের দাবিতে র‌্যালি, মানববন্ধন ও প্রতীকী অনশন পালন করেছেন শ্রমিকরা।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়ার ইউনিকে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ব্যানারে ওই কারখানার সামনে এ কর্মসূচি পালিত হয়।



শ্রমকিরা জানান, হ্যান ওয়েন গার্মেন্টস কারখানা কর্তৃপক্ষ সাতজন শ্রমিক ইউনিয়নের নেতাসহ ৪২ জন শ্রমিককে বেআইনিভাবে চাকরিচ্যুত করে। কোনো নিয়ম ছাড়া ও শ্রমিকদের পাওয়ানাদি না বুঝিয়ে কর্তৃপক্ষ হঠাৎ করে চাকরিচ্যুতির নোটিশ দেয়। গত ১০ ডিসেম্বর ট্রেড ইউনিয়ন গঠনের জের ধরে সাতজনকে চাকরিচ্যুত করা হয়। এর প্রতিবাদ জানিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করলে গত ০৯ জানুয়ারি আরও ৩৫ জন শ্রমিককে চাকরিচ্যুত করে কারখানা কর্তৃপক্ষ।

তবে এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তা সম্ভব হয়নি।

এসময কারখানার সামনে অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত শিল্প পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
এসএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।