ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে টিনশেড বাড়িতে অগ্নিকাণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
গাজীপুরে টিনশেড বাড়িতে অগ্নিকাণ্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকায় টিনশেড একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।



জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. হাসিবুর রহমান বাংলানিউজকে জানান, এদিন দুপুরে সাংবাদিক আমজাদ হোসেনের টিনশেডের একটি বাড়িতে আগুন লাগে। এতে ওই বাড়ির ১০ থেকে ১২টি কক্ষ পুড়ে গেছে। আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি।

খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করছেন।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
ওএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।