ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় নিরাপত্তাহীনতায় নিহত আউয়ালের পরিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
বরগুনায় নিরাপত্তাহীনতায় নিহত আউয়ালের পরিবার ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনা: সন্তান হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও পরিবারের সদস্যদের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আমড়াঝুড়ি গ্রামের নিহত আউয়ালের(২৮)পরিবার।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকালে বরগুনা প্রেসক্লাবে আউয়ালের মা হামিদা বেগম, ভাই কাওসারসহ পরিবারের সদস্যরা এ সংবাদ সম্মেলন করেন।



এসময় লিখিত বক্তব্যে তারা জানান, আন্তঃজেলা ডাকাত সর্দার সত্তার, তার মেয়ে আসমা, ডাকাত রহিম, নিজামের নেতৃত্বে রাজধানীর বাড্ডা এলাকা থেকে গত বছরের ১ জুন আউয়ালকে অপহরণ করা হয়। পরে তাকে হত্যা করে তারা। এ ঘটনায় মামলা দায়েরের পরও আসামিদের গ্রেফতার না করায় আউয়ালের বাবা আলম সিকদার, মা হামিদা বেগম ও পরিবারের অন্য সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। অব্যাহতভাবে হত্যার হুমকি দেওয়া হচ্ছে তাদের।

সংবাদ সম্মেলনে নিহত আউয়ালের মা হামিদা বেগম অভিযোগ করেন, চলতি বছরের ২৩ জানুয়ারি রাত ৯টার দিকে ডাকাতরা তাকে ও তার স্বামীকে হত্যার চেষ্টা করে। তার স্বামী আলাম সিকদারকে কুপিয়ে জখম করে মৃত ভেবে ফেলে রেখে যান।

মুমূর্ষু অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।