ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

১৯৭১ সালের জল্লাদ নড়াইলের ওমর আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
১৯৭১ সালের জল্লাদ নড়াইলের ওমর আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নড়াইল: ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে নড়াইলে মুক্তিযোদ্ধাসহ নিরীহ মানুষ হত্যাকারী জল্লাদ ওমর আলী শেখকে (৬০) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে বরাশুলা থেকে তাকে আটক করা হয়।

ওমর বরাশুলার রোকনউদ্দীন শেখের ছেলে।

 নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

মুক্তিযুদ্ধ চলাকালীন নড়াইল সদরের কমান্ডার অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ বাংলানিউজকে বলেন, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের ধরে এনে নড়াইল আদালত চত্বরের পাশে চিত্রা নদীর লঞ্চঘাটে হত্যা করা হতো। নড়াইলের বরাশুলার ওমর শেখ জল্লাদ হিসেবে মুক্তিযোদ্ধাসহ নিরীহ মানুষকে হত্যা করে চিত্রা নদীতে ফেলে দিতেন। আটককৃত ওমরের যথাযথ বিচার দাবি করছি।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।