ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

শাহজালাল বিমানবন্দরে ৬ কেজি স্বর্ণ জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
শাহজালাল বিমানবন্দরে ৬ কেজি স্বর্ণ জব্দ (ফাইল ফটো)

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি প্লেন থেকে ৬ কেজি স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে দোহা থেকে চট্টগ্রাম ভায়া ঢাকা আসা ফ্লাইটের ওই প্লেন থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়।



ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার (এসি) শহীদুজ্জামান সরকার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফ্লাইটটি দুপুর সোয়া ১টার দিকে বিমানবন্দরে অবতরণ করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্লাইটে অভিযান চালিয়ে প্লেনের একটি আসনের নীচে স্কচ টেপ দিয়ে আটকানো ৬০ পিস সোনার বার পাওয়া যায়।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান এসি শহীদুজ্জামান সরকার।

তিনি বলেন, ছয় কেজি ওজনের এসব স্বর্ণের বর্তমান বাজার দাম প্রায় ৩ কোটি টাকা।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান শহীদুজ্জামান।

বাংলাদেশ সময় : ১৮২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
এসজেএ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।