ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

সাদুল্যাপুরে যৌন হয়রানির দায়ে ২ যুবকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
সাদুল্যাপুরে যৌন হয়রানির দায়ে ২ যুবকের কারাদণ্ড ছবি: প্রতীকী

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে দুই যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার(০২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন এ আদেশ দেন।



দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ কাজীবাড়ি সন্তোলা গ্রামের গোলাম মোস্তফার ছেলে জাহিদ খন্দকার(১৬) ও একই গ্রামের পলাশ মণ্ডলের ছেলে মুরাদ মণ্ডল (১৬)।

সাদুল্যাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রনি কুমার দাস বাংলানিউজকে জানান, স্থানীয় কিশামত শেরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী এবং ভাতগ্রাম স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন জাহিদ ও মুরাদ।

মঙ্গলবার(০২ ফেব্রুয়ারি) সকালে এক ছাত্রীকে বাড়ি থেকে বিদ্যালয়ে আসার পথে জাহিদ ও মুরাদ উক্ত্যক্ত করতে করতে বিদ্যালয়ের গেট পর্যন্ত আসেন। এসময় সে বিষয়টি তার স্কুলের শিক্ষকদের জানালে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে সাদুল্যাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ঘটনাস্থলে আসেন। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই যুবকের প্রত্যেককে ৪ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক।  

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)ফরহাদ ইমরুল কায়েস বাংলানিউজকে জানান, দণ্ডপ্রাপ্ত দুই যুবককে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।