ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় সাব রেজিস্ট্রারের অপসারণ দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
বগুড়ায় সাব রেজিস্ট্রারের অপসারণ দাবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রার শামিমা পারভীনের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে দলিল লেখক, স্ট্যাম্প ভেন্ডার ও জনসাধারণ।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত উপজেলার প্রধান সড়কে এ মানবন্ধন কর্মসূচি পালন করেন তারা।



মানববন্ধনে উপজেলার ১৩৪ জন দলিল লেখক ও ১৯ জন স্ট্যাম্প ভেন্ডারসহ স্থানীয় সাধারণ জনগণ অংশ নেন।

এ সময় বক্তব্য রাখেন- দলিল লেখক সমিতির সভাপতি এম এ সোলায়মান আলী, সাধারণ সম্পাদক আজিজুল হক আজো, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, স্ট্যাম্প ভেন্ডার মাহেদুল ইসলাম লাকী, মাহবুবর রহমান মতি, মনোয়ার হোসেন, যুবলীগ সভাপতি ও ভেন্ডার আব্দুস ছাত্তার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সাব রেজিস্ট্রার হিসেবে যোগদানের পর থেকে নানা অনিয়ম ও দুর্নীতি শুরু করেছেন শামিমা পারভীন। খাজনা রশিদে এক হাজার টাকা, রশিদ হারালে দুই হাজার টাকা করে ঘুষ ও প্রতি লাখে ৫০০ টাকা অতিরিক্ত ফি আদায় করছেন তিনি। এছাড়া সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি ও মুহুরিদের সঙ্গে অসদাচরণ করছেন তিনি। তাই তাকে যতোদ্রুত সম্ভব প্রত্যাহার করতে হবে। না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।  

শামিমা পারভীন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বাংলানিউজকে বলেন, এখানে যোগদানের পর থেকেই দলিল লেখক ও ভেন্ডাররা আমার কাছে অন্যায় ও অযৌক্তিক দাবি-দাওয়া করে আসছেন। তাদের অন্যায় দাবি না মানায় আমার অপসারণ চাইছেন তারা।

এদিকে বগুড়ার জেলা রেজিস্ট্রার হীরালাল রায় এ বিষয়ে জানান,  তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে রোববার (৩১ জানুয়ারি) উপজেলা দলিল লেখক সমিতির নেতারা সাব রেজিস্টার শামিমা পারভীনের অপসারণের দাবিতে লাগাতার কর্মসূচি ঘোষণা করেন।

এসব কর্মসূচির মধ্যে রয়েছে- কালোব্যাজ ধারণ, জেলা রেজিস্ট্রার ও আইজি’র (নিবন্ধন) কাছে স্মারকলিপি প্রদান, মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
এমবিএইচ/আরএইচএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।