ঢাকা: মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনে ‘মাস্টার ট্রেইনার’ তৈরিতে ‘ড্রাগ অ্যাডভাইজরি প্রোগ্রাম’ প্রকল্প পরিচালনা করছে এশিয়া ও প্যাসিফিক অঞ্চলভিত্তিক কলম্বো প্ল্যান।
এ প্রকল্পের আওতায় বাংলাদেশ থেকে ২৪ জনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
‘ড্রাগ অ্যাডভাইজরি প্রোগ্রাম’র আওতায় ‘অ্যাডাল্ট মাস্টার ট্রেইনার প্রোগ্রাম’ এ ১৪ জন এবং ‘চাইল্ড মাস্টার ট্রেইনার প্রোগ্রাম’ এ ১০ জনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। চলতি বছরেই প্রশিক্ষণ শেষে তারা মাদকাসক্তদের চিকিৎসায় ‘বিশেষজ্ঞ চিকিৎসক’ তৈরির প্রক্রিয়া শুরু করবে।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, এশিয়া ও প্যাসিফিক অঞ্চলভিত্তিক ‘কলম্বো প্ল্যান’ নামে আন্তর্জাতিক এ সংস্থাটি ২০০৯ সালে মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য ‘ড্রাগ অ্যাডভাইজরি প্রোগ্রামের কাজ শুরু করে। ২০১৩ সাল থেকে এডাল্ট মাস্টার ট্রেইনার প্রোগ্রামের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়। এই প্রশিক্ষণটি চলতি বছরে (২০১৬) শেষ হওয়ার কথা রয়েছে। এদিকে, ২০১৫ সালে চাইল্ড মাস্টার ট্রেইনার প্রোগ্রামের প্রশিক্ষণও শুরু হয়।
এই সংস্থার অধীনে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকাসহ আরও কয়েকটি দেশের বেশ কয়েকজনকে মাদকাসক্তদের চিকিৎসায় ‘মাস্টার ট্রেইনার’ হিসেবে তৈরির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। চলতি বছরেই এই পাইলট প্রকল্পের কাজ শেষ হবে।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আরও জানায়, বিশ্বের সব দেশে মাদকাসক্তদের একই প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করাই এই সংস্থাটির মূল লক্ষ্য। প্রকল্পে মাদকাসক্তদের চিকিৎসা করার পদ্ধতি, তাদের পুনর্বাসন প্রক্রিয়া এবং মাদকাসক্তদের সঙ্গে পরিবার কেমন আচরণ করবে? -এ বিষয়গুলো প্রশিক্ষণে অন্তর্ভুক্ত রয়েছে।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক পরিসংখ্যানে বলা হয়েছে, দেশে বর্তমানে প্রায় দেড় কোটি মাদকসেবী রয়েছে। এর মধ্যে ১ কোটি মাদকাসক্ত। দেশে শতকরা ১০ জন নারী মাদকাসক্ত। এদের মধ্যে তিন জন গৃহবধূ। মাদকাসক্ত শিশু রয়েছে প্রায় ১৫ শতাংশ।
দেশে মাদকাসক্তদের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি দিন দিন মাদকাসক্ত শিশুর সংখ্যাও বাড়ছে। মাদক পরিবহনে শিশুদেরকেই বেশি ব্যবহার করা হচ্ছে। তবে, মাদক পরিবহন ও মাদকাসক্ত শিশুর প্রকৃত কোনো পরিসংখ্যান নেই। এসব শিশুর চিকিৎসার জন্য আলাদা কোনো চিকিৎসাকেন্দ্রও নেই।
এ বিষয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের পরিচালক মফিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য বিশ্বের কোথাও আন্তর্জাতিক মানের চিকিৎসা পদ্ধতি নেই। তবে, এশিয়া ও প্যাসিফিক অঞ্চলভিত্তিক কলম্বো প্ল্যান সংস্থাটি মাদকাসক্তদের চিকিৎসায় আন্তর্জাতিক একটি চিকিৎসা পদ্ধতি তৈরি করেছে।
সেই লক্ষে তারা বাংলাদেশ সহ বিশ্বের কয়েকটি দেশের প্রাপ্ত বয়স্ক ও শিশু মাদকাসক্তদের চিকিৎসায় ‘মাস্টার ট্রেইনার’ তৈরির প্রশিক্ষণ দিচ্ছে।
** দেশে মাদকসেবী দেড় কোটি, মাদকবিক্রেতা ৩০ লাখ
বাংলাদেশ সময়: ০৮২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এসজেএ/পিসি