ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিক (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  
 
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে শহরের রেলবাজারে এ দুর্ঘটনা ঘটে।


 
নিহত শফিক শহরের সবুজপাড়া এলাকার আবুল কালামের ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, শফিকসহ বেশ কয়েকজন সকালে শহরের রেলবাজার এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ লাইনের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে যান। তাৎক্ষণিক উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে শফিকের মৃত্যু হয়।
 
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
 
বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬       
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।