ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

অচেতন অবস্থায় উদ্ধার দুই ব্যক্তির ঢামেকে মৃত্যু

সিনিয়র করেসপেন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
অচেতন অবস্থায় উদ্ধার দুই ব্যক্তির ঢামেকে মৃত্যু ফাইল ফটো

ঢাকা: রাজধানীর পৃথক স্থান থেকে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া দুই ব্যক্তির মৃত্যু হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাত‍ালে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বঙ্গবাজার ও রমনা পার্ক এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।



নিহতদের একজনের নাম কালাম, বয়স আনুমানিক ৬০ বছর জানা গেলেও তার পরিচয় জানা যায়নি। তাকে বঙ্গবাজার সরকারি স্টাফ কোয়ার্টার সংলগ্ন রাস্তায় অবচেতন অবস্থা পড়ে থাকতে দেখা যায়।

অপরদিকে রমনা পার্কের মহিলা অঙ্গনের সামনে থেকে অজ্ঞাত আরেক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন পার্কে হাঁটতে আসা বিনতি সাহা নামে একজন। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে ভর্তির পর সকাল পৌনে নয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে  মৃত ঘোষণা করেন। মৃত ব্যক্তি আনুমানিক বয়স ৫০ বছর।

এ ব্যাপারে ঢামেক পুলিশ ফাঁড়ির এএসআই সেন্টু চন্দ্র দাশ জানান, লাশ দুটির এখনও কোনো পরিচয় পাওয়া যায়নি। লাশ দুটি মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এজেডএস/এমআইকে/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।