ঢাকা: দেশের বিভিন্ন নদী থেকে ৮ লাখ ২৬ হাজার মিটার মাছ ধরার নিষিদ্ধ জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের গোয়েন্দা পরিদফতরের পরিচালক কমান্ডার (বিএন) এ কে এম মারুফ হাসান বাংলানিউজকে বিষয়টি জানান।
তিনি জানান, সোমবার (১৫ ফেব্রুয়ারি) দিনে ও রাতের বিভিন্ন সময়ে গোপন তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন নদীতে তল্লাশি চালিয়ে ৮ লাখ ২৬ হাজার মিটার মাছ ধরার নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে।
এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান কমান্ডার মারুফ।
জব্দকৃত জালের মধ্যে রয়েছে কারেন্ট জাল, বেহেন্দী জাল, সিমফ্রাই জাল, চরঘেরা জাল এবং মশারি জাল।
জব্দকৃত জালগুলো ধ্বংস করা হবে বলে জানান কোস্ট গার্ডের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এনএইচএফ/জেডএস