লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে গাঁজা ও ইয়াবাসহ ছয় জনকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাতে পৃথক অভিযানে লক্ষ্মীপুর আবিরনগর ও মান্দারি এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, আবিরনগরে অভিযান চালিয়ে মুরাদ হোসেন, মাহবুব হোসেন ও মানিক নামে তিন ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এছাড়া, মান্দারি এলাকা থেকে আবদুল করিম ও জামাল নামে দুই ব্যক্তিকে ২৫০ গ্রাম গাঁজা এবং নুর নবী আজাদ নামে অপর এক ব্যক্তিকে আট পিস ইয়াবাসহ আটক করা হয়।
লক্ষ্মীপুর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরির্দশক (এসআই) প্রলয় রায় ও সহকারী উপ পরিদর্শক (এএসআই) রেজাউল করিম রেজা এসব তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এমজেড