ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ট্রলির ধাক্কায় গৃহবধূ নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
রাজশাহীতে ট্রলির ধাক্কায় গৃহবধূ নিহত

রাজশাহী: রাজশাহীতে ইঞ্জিন চালিত ট্রলির ধাক্কায় রিনা খাতুন (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে মহানগরীর মতিহারের কিসমত কুখণ্ডি এলাকায় এ ঘটনা ঘটে।



এ ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী ঘাতক ট্রলিতে আগুন ধরিয়ে দেয়। নিহত গৃহবধূ রিনা ওই এলাকার আসগরের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গৃহবধূ রিনা বাড়ি থেকে বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় ইট বোঝাই দ্রুত গতির ট্রলি তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় ট্রলির চালক পালিয়ে গেলে বিক্ষুদ্ধ এলাকাবাসী ট্রলিটিতে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে মতিহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠায়।

রাজশাহীর মতিহার থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আশোক কুমার চৌহান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘাতক ট্রলিটি থানায় নিয়ে যাওয়া হয়।

নিহত গৃহবধূর মরদেহ ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে ঘাতক ট্রলিটির চালককে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬/আপডেট: ১২০২ ঘণ্টা
এসএস/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।