ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

ঢাকা: প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় জাহাঙ্গীর আলম মুজাহিদ (৩২) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকার পঞ্চম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজিনা ইসমাইল এ রায় ঘোষণা করেন।



রায়ে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের অতিরিক্ত দুই লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থের এক লাখ টাকা ক্ষতিগ্রস্তের পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৯ মার্চ রাজধানীর মিরপুরে দক্ষিণ পীরেরবাগের একটি বাসায় ১৩ বছর বয়সী ওই প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করেন জাহাঙ্গীর আলম মুজাহিদ। এ ঘটনায় তার বিরুদ্ধে মিরপুর থানায় একটি মামলা দায়ের করেন কিশোরীর বাবা।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এমআই/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।