ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে চোর সন্দেহে পিটিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
রাজশাহীতে চোর সন্দেহে পিটিয়ে হত্যা

রাজশাহী: রাজশাহীর পবা উপজেলার দর্শনপাড়ার বাকশৌল গ্রামে চোর সন্দেহে হাসান আলী (২৬) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

পরে নিহতের মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত হাসান আলী দর্শনপাড়া ইউনিয়নের চকিপাড়া গ্রামের তবজুল আলীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বাংলানিউজকে জানান, দর্শনপাড়ার দেলজানের দোকানে চুরির ঘটনার সূত্র ধরে সোমবার (১৫ ফেব্রুয়ারি) গভীর রাতে এ ঘটনা ঘটে।

তিনি বলেন, দেলজান আলী পুলিশকে জানিয়েছেন, সোমবার গভীর রাতে তার দোকানের তালা ভেঙে চুরির চেষ্টা করেন হাসান। তালা ভাঙার শব্দ পেয়ে দোকানটির পাশের বাড়ির বাসিন্দা রোজিনা খাতুন বেরিয়ে এসে চিৎকার জুড়ে দেন। এ সময় হাসান পালানোর চেষ্টা করেন। পরে গ্রামের লোকজন তাকে ধরে ফেলে এবং ক্লাবের মধ্যে নিয়ে গিয়ে গণপিটুনি দেয়।

এর আগে খবর পাওয়া যায়, নিহত হাসান সালামের দোকানে চুরির চেষ্টা করেছিলেন। দেলজানের দোকান ঘেঁষে অবস্থিত রোজিনা খাতুনের বাড়ির অপর পাশেই সালামের দোকান বলে জানান ওসি শরীফুল ইসলাম।

তিনি আরও জানান, পরে সকালে অচেতন অবস্থায় হাসানকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা দর্শনপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য মুন্তাজ আলীকে খবর দেন। তিনি গ্রামপুলিশ কাইমুদ্দিনকে সঙ্গে নিয়ে সেখানে যান। সেখান থেকে হাসানকে পবা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে স্বাস্থ্যকেন্দ্র থেকে মরদেহ আবার বাকশৌল গ্রামের দোকানের সামনে রাখা হলে সেখান থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ঘটনাস্থলের পাশের একটি পরিত্যক্ত ডোবা থেকে পুলিশ নিহতের জামা, একটি ভাঙা তালা ও একটি লোহার রড উদ্ধার করে আলামত হিসেবে থানায় নিয়ে গেছে বলেও জানান তিনি।
 
তবে তবজুল আলী বাংলানিউজকে জানান, তার ছেলে হাসান অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তিনি দুই সন্তানের জনক। সাধারণত সারারাত অটোরিকশা চালিয়ে সকালে বাড়ি ফিরতেন তিনি। কিন্তু মঙ্গলবার সকালে তিনি বাড়ি না ফিরলে খোঁজ নিয়ে জানা যায়, দর্শনপাড়ার একটি দোকানে চুরির অপবাদে সোমবার দিনগত রাতে স্থানীয়রা বাকশৌল ক্লাবে আটকে রাখে হাসানকে। সেখানে তাকে রাতভর ব্যাপক মারধর করা হয়। এক পর্যায়ে অচেতন হয়ে পড়লে হাসানকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নিহতের বাবা তবজুল আলী মামলা করবেন বলে জানান ওসি শরীফুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬ /আপডেট: ১৫২২ ঘণ্টা
এসএস/আরএইচএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।