ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

অভিজিৎ হত্যাকাণ্ড

তদন্তে সন্তোষ আমেরিকার

স্টাফ করেসপেন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
তদন্তে সন্তোষ আমেরিকার ছবি: পিয়াস/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ব্লগার ও বিজ্ঞান লেখক অভিজিৎ রায় হত্যা   মামলার তদন্তের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার ( ১৬ ফেব্রুয়ারি) মিরপুর-১০ এ ‍ফায়ার সার্ভিসকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ব্যবহৃত যন্ত্রাংশ হস্তান্তর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।



বার্নিকাট বলেন, অভিজিতের  হত্যা মামলার তদন্ত চলছে এবং অগ্রগতি হয়েছে। তবে আমরা আশা করি, আসল আসামিকে ধরা সহজ হবে।

বাংলাদেশের জিএসপি সুবিধা ফিরে পাওয়া নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, এ ব্যাপারে কাজ করা হচ্ছে।

যন্ত্রাংশ হস্তান্তর অনুষ্ঠানে বার্নিকাট বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। এখানে দ্রুত নগরায়ন হচ্ছে।   দ্রুত নগরায়নের সঙ্গে সমন্বয় না থাকায় বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি বাড়ছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার  জেনারেল আলী আহাম্মেদ খান বলেন, সীমাবদ্ধ সম্পদ ও সীমিত জনবল দিয়ে অামাদের একার পক্ষে বড় ধরনের ভূমিকম্প মোকাবেলা সম্ভব নয়। এর জন্য সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণ দরকার।

অনুষ্ঠানে ইউএসএইড ও এডিপিসি’র  সহায়তায় ৩৬ সেট অনুসন্ধান যন্ত্রপাতি, ১৮ সেট উদ্ধার সরঞ্জামাদিসহ বিভিন্ন যন্ত্রাংশ হস্তান্তর করেন বার্নিকাট।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দুযোর্গ  ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, দুযোর্গ  ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক রিয়াজ আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এনএ/এমআইকে/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।