বগুড়া: বগুড়া শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৭ বোতল ফেনসিডিলসহ মোসলেম উদ্দিন (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে শহরের চকলোকমান মুন্সিপাড়া ও মাটিডালী এলাকায় অভিযান চালায় র্যাব।
আটক মোসলেম মুন্সিপাড়া এলাকার মৃত আবুল কালামের ছেলে।
র্যাব-১২ বগুড়া ক্যাম্প সূত্রে জানা যায়, অভিযানকালে মাটিডালী এলাকার অপর মাদক ব্যবসায়ী শরিফুল ইসলাম ওরফে ছোটন পালিয়ে যায়। আটক মোসলেম ও পলাতক ছোটন দীর্ঘদিন ধরে বগুড়া জেলাসহ বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা করে আসছিলো।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এমবিএইচ/আরএইচএস/জেডএস