রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা দুই মামলায় সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মুড়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- মুড়াপাড়া এলাকার মাসুম, মোকলেছুর রহমান, তারা মিয়া, বাদল মিয়া, রিপন, কাজল ও জাহাঙ্গীর।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, মুড়াপাড়া এলাকার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের দুই পক্ষের মধ্যে সোমবার বিকেলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দুই রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় উভয় পক্ষ মামলা দায়ের করে। এ দু’টি মামলার আসামি হিসেবে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
** রূপগঞ্জে আ’লীগের দু’গ্রুপের উত্তেজনা, অস্ত্র উদ্ধার
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এমজেড