ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
চাঁদপুরে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন

চাঁদপুর: চাঁদপুরে মাদক মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। এ জরিমানার টাকা ৪৫ দিনের আদালতে জমা দিতে হবে।



মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশীদ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার আমুজান গ্রামের হামিদ আলীর ছেলে  সিরাজ মিয়া (৪৮) ও একই বাড়ির মৃত আলী আজগরের ছেলে  আমির হোসেন (৪৩)

মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালে ২৪ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) নজরুল ইসলামসহ একদল পুলিশ সিরাজ মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় প্রথমে সিরাজ মিয়ার বসতঘর থেকে খোলা অবস্থায় ২০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে অন্য ঘর থেকে দুই বস্তায় ১৫০ ও ৯৮ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এর পর তাদের বাড়ির পাশের ডোবায় তল্লাশি চালিয়ে সেখান থেকে ১৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে সিরাজ মিয়া ও আমির হোসেনকে আটক করা হয়।

দীর্ঘ শুনানির পর মঙ্গলবার তাদের উপস্থিতিতে বিজ্ঞ বিচারক এ রায় ঘোষণা করেন।

সরকার পক্ষের অতিরিক্ত সরকারি কৌশুল (পিপি) ছিলেন  সাইয়্যেদুল ইসলাম বাবু  এবং সহকারী সরকারি কৌশুল (এপিপি) ছিলেন দেবাশীষ কর মধু। আসামীপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট কামরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।