ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

শ্লীলতাহানির মামলা

এসআই রতনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এসআই রতনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছবি: প্রতীকী

ঢাকা: শ্লীলতাহানির অভিযোগে এক তরুণীর দায়ের করা মামলায় রাজধানীর আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) রতন কুমারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল।
 
বিচার বিভাগীয় তদন্তে রতনের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ার পর মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সালেহ উদ্দিন আহমেদ এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।


 
গত ১ ফেব্রুয়ারি ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেছিলেন বেসরকারি আশা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অনার্স প্রথম বর্ষের এক ছাত্রী।

ওইদিন ট্রাইব্যুনালের বিচারক সালেহ উদ্দিন আহমেদ বাদির অভিযোগ আমলে নিয়ে ঘটনাটি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।

মামলায় বলা হয়, বাদি গত ৩১ জানুয়ারি বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস শেষে শ্যামলী লিংরোড থেকে রিকশাযোগে আদাবর থানা এলাকার শিয়া মসজিদের দিকে যাওয়ার সময় জাপান গার্ডেন সিটির পাশে রিকশার গতিরোধ করে আদাবর থানার এসআই রতন কুমার।

পরে  বাদিনীর ভ্যানিটি ব্যাগে ২০০ পিস ইয়াবা আছে এমন অভিযোগে বাদিনীর গায়ের জ্যাকেট এবং ব্যাগ তল্লাশি করে। ব্যাগে কোনো ইয়াবা না পাওয়ায় এসআই রতন তাকে এক দোকানে নিয়ে শরীরে হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা চালায়।

বাদিনীর পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আবু আলা মো. হাসানুজ্জামান হেলালী।  

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এমআই/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।