মানিকগঞ্জ: দ্য ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে মানিকগঞ্জে মানহানির মামলা হয়েছে।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এ মামলাটি দায়ের করেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা বাদরুল ইসলাম খান বাবলু।
পরে আদালত সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমানকে তদন্ত করে আগামী ২০ মার্চের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এসআর।