ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদোহ মামলার আবেদন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
সাতক্ষীরায় মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদোহ মামলার আবেদন মাহফুজ আনাম

সাতক্ষীরা: সাতক্ষীরায় দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সাতক্ষীরা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট সাহেদুর রহমান সাহেদ বাদী হয়ে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহিদুল হকের আদালতে এ আবেদন করেন।

  

জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ওসমান গণি বাংলানিউজকে জানান, বিচারক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে মামলাটির অভিযোগ তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন।

তিনি জানান, বাদী মামলার আরজিতে আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ১/১১তে মিথ্যা ও বিকৃত তথ্য প্রকাশের অভিযোগ এনেছেন।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।