সাতক্ষীরা: সাতক্ষীরায় দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সাতক্ষীরা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট সাহেদুর রহমান সাহেদ বাদী হয়ে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহিদুল হকের আদালতে এ আবেদন করেন।
জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ওসমান গণি বাংলানিউজকে জানান, বিচারক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে মামলাটির অভিযোগ তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন।
তিনি জানান, বাদী মামলার আরজিতে আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ১/১১তে মিথ্যা ও বিকৃত তথ্য প্রকাশের অভিযোগ এনেছেন।
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এসআর