ঢাকা: কোনো পূর্বনোটিশ ছাড়াই রূপনগর আবাসিক এলাকার একটি দ্বিতল বাড়ি বুলডোজার দিয়েছে ভেঙে দিয়েছেন গৃহায়ন কর্তৃপক্ষের এক কর্মকর্তা। এ অভিযোগ ওই বাড়ির মালিকের।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টাস অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বাড়ির মালিক রূপনগর আবাসিক এলাকার বাসিন্দা জি এম শাহজাহান।
তিনি বলেন, বাড়ি ভাঙার সময় ভেতরে তার স্ত্রী ও সন্তানেরা ছিলেন। তাদের ধ্বংস্তূপের মধ্য থেকে উদ্ধার করতে গিয়ে লিটন নামে স্থানীয় এক যুবকও আহত হয়েছিলেন।
শাহজাহান আরও বলেন, গৃহায়ন কর্তৃপক্ষ মিরপুর অঞ্চল-২ এর উপবিভাগীয় প্রকৌশলী জিয়াউর রহমান গত বছরের সেপ্টেম্বরে একটি মামলা দায়ের করেন। যার জের ধরে বাড়িটি ভেঙে ফেলা হয়। ভেঙে ফেলার আগে কোনো নোটিশ দেয়া হয়নি।
বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, ১৬ ফেব্রুয়ারি, ২০১৬
এসএ/ইডি/এএ